আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>> নীলফামারীর কিশোরগঞ্জে চিকিৎসা শেষে বাড়ি ফেরা হলনা রেয়াজ উদ্দিন (৬৫)নামে এক বৃদ্ধের। গতকাল রোববার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ওই দিন বিকেলে থানা মোড়ে আলু বোঝাই একটি ট্রাকের চাকায় ডান পা পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তা ফায়ার সার্ভিসের কর্মী দল তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থা বিগতিক হলে সেখানকার চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। নিহত রেয়াজ উদ্দিন উপজেলার পুটিমারী ইউনিয়নের দক্ষিন ভেড়ভেড়ি ধাপের ডাঙ্গা গ্রামের মৃত তছর উদ্দিনের ছেলে। নিহতের স্বজনরা জানায়, রোববার সকালে রেয়াজ উদ্দিন চিকিৎসার জন্য বাইসাইকেল যোগে রংপুরের বদরগঞ্জ রাধা নগর হোমিও চিকিৎসকের কাছে যান। পরে সেখান থেকে বাড়ি ফেরার পথে থানা মোড়ে ট্রাকের ধাক্কায় চাকার নিচে পড়ে ডান পা পিষ্ট হয়। এসময় অতিরিক্ত রক্ত খরন হয়। পরে রংপুর মেডিকেলে রাতে তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।











মন্তব্য