আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>>> কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে নীলফামারীর কিশোরগঞ্জে কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা-যত্ন বিষয়ক স্কুল ভিত্তিক ২দিনের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে গত ২৬জুন সকালে মুশরুত পানিয়াল পুকুর উচ্চ বিদ্যালয়ে ও ২৭জুন পানিয়াল পুকুর মডেল স্কুল এন্ড কলেজে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।পৃথক পৃথক ক্যাম্পেইনে অংশগ্রহন করেন,মুশরুত পানিয়াল পুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস চৌধুরী,পানিয়াল পুকুর মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল মালেক ও স্ব-স্ব বিদ্যালয়ের শিক্ষক,এসএমসি,কিশোর-কিশোরী,ভিডিসি ও অভিভাবকসহ একশত জন প্রমুখ।সেশন পরিচালনা করেন,পানিয়াল পুকুর কাচারীর হাট কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রেহেনা বেগম,এপির প্রোগ্রাম অফিসার জন কেনেডি ক্রুশ,স্বাস্থ্য,পুষ্টি ও ওয়াশ সহায়তাকারী নাজমুল হুদা।এসময় কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা- যত্ন,পরিস্কার-পরিছন্নতা,মাসিক ব্যবস্থাপনা,নিরাপদ টিউবওয়েলের পানির ব্যবহার,কৈশোরকালীন পুষ্টিকর কি?পুষ্টিকর খাবার কেন প্রয়োজন,কোভিড-১৯,আমি পারি শিশুর প্রতি লিঙ্গ ভিত্তিক সহিংসতা বন্ধ করতে,দুর্নীতি কি,শিশু সুরক্ষাসহ উল্লেখিত বিষয়গুলে তুলে ধরে আলোকপাত করা হয়।











মন্তব্য