আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি>>> নীলফামারীর কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশনের বিগত বছরের কার্যক্রমের গুনগতমান ও পর্যালোচনা বিষয়ক ১দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার সকালে ওই সংস্থার আয়োজনে সরকারী কর্মকর্তা,এনজিও প্রতিনিধি,গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক,স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গের অংশগ্রহণে টাউন কমপ্লেক্স কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় কিশোরগঞ্জ এপির বিগত বছরের সবল ও দূর্বল দিক সমুহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এবং গুনগতমানের সুচক অনুসারে কার্যক্রমের অবস্থান,পরিমাপ করা হয়।আগামীতে গুনগতমান উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহন করা হয়।এতে উপস্থিত ছিলেন,রংপুরের গংগাচরা এপির,এপি ম্যানেজার লিওবাই চিসিম,নীলফামারীর প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিষ্ট শাহ্ কামাল,সিনিয়র ম্যানেজার নীলফামারীর এসিও অনুকূল চন্দ্র বর্মন,এপির প্রোগ্রাম অফিসার জন কেনেডি ক্রশ,স্বপন কিসপট্টা প্রমুখ।
মন্তব্য