কবি সাদেকুল ইসলাম >>>
কে তুমি গো? শরিফ না শরিফা?
যাচ্ছেনা তোমায় চেনা!
অর্থ দিয়ে পাঠ্য বইয়ে আজকাল
নিজের নাম যায় কেনা।
শিক্ষার নামে আজকাল দেশে
চলছে তামাশা-
অচিরেই হবে ধ্বংস জাতি
নষ্ট হবে আশা।
‘শিক্ষাই জাতির মেরুদণ্ড’ তবে, এমন শিক্ষা নয়,
যেসব শিক্ষায় সভ্য সমাজ
অসৎ পথে রয়।
কারিগরি আর জীবনমুখী শিক্ষাই পারে-
জাতিকে এগিয়ে নিতে,
বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর
সম্মান এনে দিতে।











মন্তব্য