মোঃ জুয়েল রানা কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণা জেলার কলমাকান্দায় বৃহস্পতিবার উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করলেন মানু মজুমদার এমপি। ২০২৩-২০২৪ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় হাওড় প্লাবন ভূমি/প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪৩৫.৯০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।আমিষের চাহিদা পূরণে মাছের পোনা ব্যাপক ভূমিকা রাখবে। এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান উপজেলা পরিষদ আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আসাদ্জ্জুামান, মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক ময়মনসিংহ বিভাগ নজরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা শাজাহান কবীর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দীন, মৎস্য দপ্তরের সহকারী পরিচালক সালাহ উদ্দীন কবির, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দীন, সাইদুর রহমান, উপজেলা যুবলীগ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস সহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য