কলমে ঃ-নাজিম উদ্দিন >>>
সূর্য গেছে মামা বাড়ি
নেমন্তন্ন খেতে,
দেখা যায় না সূর্য তাই
দিনে আলো দিতে।
বছর শেষে সূর্য গেছে
ঘুরবে তো কদিন,
শীত এল সেই সুযোগে
জীবন হলো সঙ্গীন।
দুস্থ যারা, গরীব যারা
শীতের কাপড় নাই,
শীতে কাপে কষ্টে থাকে
কষ্ট করে তাই।
চেয়ে থাকে আকাশ পানে
সূর্য কখন আসবে,
মাদুর পেতে দিবে তারে
তার পাশে বসবে।
————————————











মন্তব্য