কলমে রিতুনুর >>>
এসো না গল্প করি
সেই স্মৃতি মনে করি।
তুমি আমি একদিন ছিলাম
দু’জন দু’জনার
কত আপন,
হাসিখুশিতে ভরপুর
ছিল ভুবন।
মনের গহীনে সেই লুক্কায়িত প্রেম
আজও দেয় উঁকি,
বলনা তবে আমায় ছেড়ে
হয়েছো কি সুখী ?
দূরে আছো তবু খুঁজি
তোমায় অনুভবে,
বেঁচে আছি যতদিন
এই হৃদয়ে তুমি ঐ চিরকাল রবে।
বিচ্ছেদের দ্বার টেনে
যত দুরে যাই,
তুমি ছাড়া এই পৃথিবীতে
কেহ কোথাও নাই
এসো না গল্প করি
ভালোবাসার স্মৃতিগুলো
চোখের সামনে আবার তুলে ধরি।।











মন্তব্য