কলমে_তাম্মি >>>
চুপ করে আকাশ দেখা
জানালার কার্নিসে বসে কাক
খুব করে চলছে যে যার পানে…
ব্যস্ততায় একদল পিঁপড়েরা
হাঁসফাঁস বন্ধ ঘরে সিলিংয়ে ঝুলে দেহখান…
ভাসা ভাসা স্বপ্নে উড়িয়ে ফানুস
চুপসে গেছে কতকাল আগে
কে নিয়েছে খোঁজ
দেহটাতে ব্যাথা যে জমেছে রোজ…
ভয় নেই, আছি পাশে
আশ্বাসে কে দিবে হায়
দেহটায় ছিলো না সুখ
তবুও তোমাদের মাঝেই সে ছিলো হাসিমুখ…
ঘুম, খুব ঘুম
চলে এসেছে দেহটায়
কেউ চায়
কেউ যেন না পায়, হায়…..
হতাশার প্রতিচ্ছবি ঝুলন্ত দেহটায়
খুব করে চেয়েছিলো ভালো থাকতে হায়
সময়ের অসঙ্গতিতে হারিয়ে
আজ জীবন নামের তরী গেছে সে পেরিয়ে…
বন্ধ ঘর টায় চোখ বুলিয়ে গিয়েছিলো সে
দেহটার ভিতর খবর নিয়েছিলো কবে কে?
স্বপ্নের রং হয়ে ফ্যাকাসে
কতনা রং ছিলো তার মনে আকাশে
হারিয়ে গেছে স্বপ্ন
পুড়ে পুড়ে তা দুঃস্বপ্ন…..
ঝুলছে দেহটা সিলিংয়ে
সবার স্বপ্ন মিলিয়ে..
ঝুলছে এই দেহটা
ঝুলুক তবে মুক্তির আশায়….
এই চোখেতে ভাষা আজ দিশাহীন
জীবন নামক দেহটায় জমেছে অনেক ঋণ…
মুক্তি চায় এই দেহটা
মুক্তি চায় ঐ সিলিংয়ে ঝুলে এই দেহটা…
@highlight











মন্তব্য