যতো ছিলো জমানো প্রেম
দিয়েছি তোমায় সব
শোনো তোমার বুকের ভিতর
তারা করছে কলরব।
কাঁঠাল চাঁপা ফুলটি যখন
গুঁজে দিতে খোঁপায়
আমার হাসির মূর্ছনাতে
যেনো বাতাস কাঁপায়।
মাঝে মাঝে কপালের টিপ
দিতাম বাঁকা কৌশলে
ইচ্ছে হতো টিপের ছুঁতোয়
আমায় ছুঁবে বলে।
ক্ষণজন্মা জীবন আমার
ভাগ্যে ছিলো লিখা
মনে পড়লে গোরের কাছে
এসে দিও দেখা।
শুনিয়ে যেও ভালোবাসার
অতীত খুনসুটি
কেমন করে করতাম সেলাই
জোড়া আঙ্গুল দুটি।
ভেবনাকো এই পৃথিবীতে
রেখে গেছি তোমায় একা
দূর থেকে রাখছি খোঁজ
আমি দূরের নিহারিকা।











মন্তব্য