কলমে মুন্নি আক্তার >>>
আপন তোরে ভেবেছিলাম
বেসেছিলাম ভালো,
বুঝি না’রে তোরই মনটা
কয়লা চেয়েও কালো!
প্রণয় দিলাম উজাড় করে
কি’বা ছিলো বাকী,
মনটা কী তোর কাঁদলো নারে
আমায় দিতে ফাঁকী?
কিসের মোহে দিলে তবে
পাহাড়সম ব্যথা,
তোর মনে কী পড়ে নারে
বৃষ্টি রাতের কথা!
বিদায় দিলাম ভালো থাকিস
থাকিস আপনলয়ে,
ব্যথার আঘাত যতই দিলে
সবই যাবো সয়ে।
তোরই সাথে সকল স্মৃতি
মনে দেয় যে দোলা,
চেষ্টা করি ভুলতে তোরে
যায় না কভু ভোলা।
তোর সুখে’তে আমি সুখী
রাখিস যেনো স্বরণে,
একবার তবে দিস রে দেখা
বিদায়বেলা বরণে।











মন্তব্য