কবি:প্রিয়াংকা নিয়োগী, কোচবিহার,ভারত >>>
ঘড়ির সাথে জীবনের সবটুকু জুড়ে থাকা,
সময়ের সংখ্যা নির্ধারণ করে চলে ঐ মূল্যবান বস্তুটা।
কেউ সময়কে ধরে,
সময় ধরে কাউকে।
সময়ের হের ফেরে জীবনে অনেক কিছু ঘটে।
যে যেমনভাবে সময়কে পেতে চায়,
সময় তার কাছে তেমনভাবে ধরা দেয়।
সময়কে যে গুরুত্ব দেয়,
একদিন সময় তারজন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে,
সময়কে অবহেলা করলে সময়মতো সে অবহেলার পাত্র হয়ে ওঠে।
মূল্য দিতে হবে সময়কে,
সময় নষ্ট করলে,
জীবনের মূল্য নষ্ট হয়।
কাজে লাগানো যাবে যতো সময়কে,
ততবেশি জীবন মূল্যবান হয়ে উঠবে।
কাজ যত সময়ের আগে হবে,
জীবনে করে রাখা কাজের পরিমাণ বেশি হবে।
সময় অনুযায়ী চললে,
জীবন জীবনের প্রতি আন্তরিক থাকবে।











মন্তব্য