মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী
পথে পথে যে ঘুরে বেড়ায়
দীঘল কালো চুল,
দেখলে যেন চোখ সরেনা
খোপায় গাদা ফুল।
মেহেদী দিয়ে হাত রাঙায়
হাতে রেশমী চুড়ি,
চুল বেঁধেছে নানা ফিতায়
হয়েছে এক নারী।
বিকেল বেলা নদীর ঘাটে
কাশফুল নিতে যায়
সব ছেলে’রা কন্যা দেখে
আড়ে আড়ে চায়।
পায়ে মাঝে রুপার নূপুর
মাঠে ঘাটে চলে,
একলা চলতে একা পথে
কখন কি না বলে?
রোজ কন্যা ফুলের মালা
একা বসে গাঁথে,
মনের মতো করে কন্যা
খোপায় যেন বাঁধে।











মন্তব্য