সাইফুল ইসলাম নিজস্ব প্রতিবেদক
চলমান শৈত্যপ্রবাহে কুলাউড়া মাদ্রাসায় মধ্যে (২৫)টি শিক্ষার্থী শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে এপেক্স ক্লাব অব মৌলভীবাজার।রাত সাড়ে ৭টায় এপেক্স ক্লাব অব সময়োপযোগের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্সিয়ান মোঃ আব্দুল জলিল।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের লাইফ মেম্বার এপেক্সিয়ান ফরহাদ আহমেদ,বিশেষ অতিথি এপেক্সিয়ান এ এফ এম ফৌজী চৌধুরী, এপেক্সিয়ান হেমন্ত চন্দ্র পাল পিপি,এপেক্সিয়ান মাহমুদুর রহমান,এপেক্সিয়ান প্রশান্ত দেবনাথ,এপেক্সিয়ান শহীদুল ইসলাম তনয় পিপি, এপেক্সিয়ান শাহীন আহমদ পিপি, এপেক্সিয়ান জুবায়ের সোহেল,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ক্লাব সেক্রেটারি এপেক্সিয়ানের পান্না চন্দ্র নাথ,এপেক্সিয়ানের মাহমুদুর রহমান, এপেক্সিয়ানের প্রশান্ত দেবনাথ,এপেক্সিয়ানের রাসেল,এপেক্সিয়ান সাব্বির,এপেক্সিয়ানের দোলন প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, রাজনৈতিক, সামাজিক,শিক্ষার্থীবৃন্দ ও গ্যণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য