মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর রংপুর।
তারিখঃ ১৫/০৬/২০১৭ খ্রিঃ
হায় দেশ হায় জাতি
বাংলার মাটিতে চলছে
ক্রিকেট খেলায় রাজনীতি
রাজনীতি করে তো রাজা।
রাজনীতি নিয়ে কেন
আমাদের দেশের ক্রিকেট খেলা
দিদির ফোনে দাদা খুশি
ক্রিকেট খেলায় চলছে।
বিশ্বজুড়ে রাজনীতি
জিতলো ভারত ক্রিকেট দল
বাংলার মাটিতে আসবে
এপার ওপার বাংলার বডারে।
অবশেষে আসবে চলে
চাল ডাল পানি ও
তৈলবাহী বগি সহ কতকিছু
উন্নয়নে দেশ হবে বিশ্বজুড়ে।
বাঙালির মাথা হবে উচু
আমরা বাঙালিরা ভিশন খুশি
কেন করো জাতি ক্রিকেট
খেলা নিয়ে সবসময় রাজনীতি।
আমরা বাঙালি আমাদের অধিকার হচ্ছে
পরের দেশের চামচাপমি আর দালালি
টাইগার নামক শব্দটি জাতির কাছে
মলিন মালার মুক্তার হার।
কে জিতলো কে বা আমাদের পর
এপার বাংলা ওপার বাংলা
একই বাংলার ক্রিকেট দল
ভুমভুষি দিদির ফোনে দাদা মোদি খুশি।
ডিজিটালে দেশ ভাসছে রাশি রাশি
ক্রিকেট প্রেমিকদের বেদনার প্রতিচ্ছবি
কেন করো জাতি ক্রিকেট খেলা নিয়ে
অবশেষে বিশ্বজুড়ে রাজনীতি।
তাই জানাচ্ছি বাংলার টাইগার
দামাল ছেলেদের শুভেচ্ছা বন্ধুটি
রাজনীতি স্বার্থে হেরে গেলো বাংলার
টাইগার ক্রিকেট দল বাংলাদেশের।
ষোল কোটি মানুষ দেশ ও জাতি
সাধু সাবধান ভুপেন
সাক্কু নিরাপদরে খেলার মাঠে
এখন চলো করি রাজনীতি।











মন্তব্য