মো দেলোয়ার হোসেন সিদ্দিকী মহানগর, রংপুর।
আমার সাথে তোমার চলা
কেমনে হবে ঘুরাঘুরি
সুযোগ বুঝে শুন্য বুকে
ঘুরাও প্রেমের ইচ্ছে ঘুড়ি।
যদি হতে ফুলের মতো
পাপঁড়ি হয়ে অবিরত
ঝড়ের বেগে চলছে যতো
তোমার পাষাণ মনের গল্প কতো।
সত্য স্বপ্নের মালা দিও
অপেক্ষায় আছি প্রতিনিয়ত
সকাল সন্ধা মনের ভাবনা
তোমার বিরহে আছে মনটা।
দুটি মনের একই চাওয়া
বেজে উঠুক প্রেমের ঘন্টা
আমার জন্য হোক তোমার মনটা
এখনো আমি পাইনি তোমার দেখা।











মন্তব্য