কলমে টুম্পা পাল ভারত >>> এই বিজয় দিবস সেই ধন্যি মায়ের জন্য,
যে দেশমাকে মায়ের আগেও
মা ভাবতে শিখিয়েছে,
আঁচল দিয়ে রক্ত মুছে
মনোবলকে বাড়িয়েছে।
এই বিজয় দিবস সেই ধন্যি মায়ের জন্য।।
এই বিজয় দিবস সেই সাহসী মায়ের জন্য,
যে এই সোনার বাংলাকে
হীরক সন্তান দিয়েছে,
বুক টান করে মৃত্যুর চোখে
চোখ মেলাতে শিখিয়েছে।
এই বিজয় দিবস সেই সাহসী মায়ের জন্য।।
এই বিজয় দিবস সেই বীর সন্তানের জন্য,
যে মায়ের চিতার আগুন নিভিয়ে
সংগ্রামের আগুন জ্বেলেছে,
বাবার কবরে মাটি না দিয়ে
স্বাধীনতা কেড়ে এনেছে ।
এই বিজয় দিবস সেই বীর সন্তানের জন্য।।
এই বিজয় দিবসে সেই যোদ্ধা ভাইয়ের জন্য,
রাখী, ফোঁটা আর খুনসুটি
যার সবটুকু ছিল বাকি,
পালকি কাঁধে তোলার আগে
জীবন দিয়েছে ফাঁকি।
এই বিজয় দিবসে সেই যোদ্ধা ভাইয়ের জন্য।।
এই বিজয় দিবসে সেই সংগ্রামী পিতার জন্য
যে নবজাতকের মুখ দেখেনি,
কন্যা করেনি দান,
ছেলের কাঁধে রাখেনি হাত
করেনি অভিমান ।
এই বিজয় দিবসে সেই সংগ্রামী পিতার জন্য।।
এই বিজয় দিবস সেই ত্যাগী মেয়ের জন্য
যে পায়নি বাবার আদর
ভাইয়ের স্নেহের সুখ
ঘর বাঁধার স্বপ্ন ভেঙেছে
যার বেদনা বিধুর বুক।
এই বিজয় দিবস সেই ত্যাগী মেয়ের জন্য।।
এই বিজয় দিবস সেই ভিটেহারা মানুষের জন্য,
যে মৃত্যুর আগে পায়নি
তাঁর জন্মভূমির ছোঁয়া,
দূর থেকেই পরিজনের
জন্য করেছে দোয়া।
এই বিজয় দিবস সেই ভিটে হারা মানুষের জন্য।।
এই বিজয় দিবস সেই যোগ্য উত্তরসূরীর জন্য,
যে দেশাত্মবোধ আর
স্বাধীনতার মূল্য বোঝে,
শহীদের আদর্শকে
জীব বাঁকে।
এই বিজয় দিবস সেই যোগ্য উত্তরসূরীর জন্য।।











মন্তব্য