মোস্তফা জামান চৌধুরী,স্টাফ রিপোর্টার
অদ্য ১৮অক্টোবর-২০২৩ উপজেলা পর্যায়ে স্বাস্থ্য,পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পুষ্টিশিক্ষা বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।কক্সবাজারের উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নের ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশ গ্রহণের মাধ্যমে এক ইউনিয়ন থেকে তিন জন করে বিজয়ী ১ম,২য়,৩য় স্থান অর্জনকারী মোট ১৫জন প্রতিযোগী উপলজেলা পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে তাকিয়া জামান,পাগলির বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২য় স্থান অর্জন করে মোহাম্মদ আলমগীর, চোয়াংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়,৩য় স্থান অর্জন করে মোহনা আলম মেঘনা,আন্জুমান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।অংশগ্রহণকারী যারা উপলজেলা পর্যায়ে বিজয়ী হতে পারেনি কিন্ত ইউনিয়ন পর্যায়ে বিজয়ী হয়েছে তাহমিদা আক্তার তাজবী,সাবেক রুমখা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইয়াছিন আরফাত তামিম,মরিচ্যা পালং সপ্রাবি,রুপা, সোনাইছড়ি সপ্রাবি,মাসুদ বিন আহমদ,জালিয়া পালং সপ্রাবি,কল্পনা চাকমা,তেলখোলা সপ্রাবি,উম্মে সুমাইয়া আন্জুমান পাড়া সপ্রাবি,নাফিজা নাওয়ালনাফি,উখিয়া মডেল সপ্রাবি, মিজানুর রহমান,তুতুরবিল সপ্রাবি,সিদরাতুলমুমতাহা, রাজাপালং সপ্রাবি, নাজিফা মালিয়াত জেরিন,তেলিপাড়া সপ্রাবি, মিসবাহুল রাবিব,গয়ালমারা সপ্রাবি,জান্নাতুল কাউসার ওয়াকিয়া রত্নাপালং সপ্রাবি।আয়োজক ছিলেন RIC ও WFP স্থানঃ উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুম।উক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-প্রধান অতিথি-গুলসান আক্তার,উপজেলা শিক্ষা অফিসার,উখিয়া, বিশেষ অতিথি মোঃ আজাহারুল ইসলাম,Programme Associate, WFP, school feeding Programme, সোহানা ফরহাদ, Intern WFP school feeding Programme পরে বিজয়ীদের মধ্যে অতিথিবৃন্দ পুরুষ্কার হাতে তুলে দেন।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেনঃ মোঃ আমজাত হোসেন।
মন্তব্য