কলমে মুবিনল হক চৌধুরী >>>
আমার বাবু আল্লাহর দান,
জীবনে এলো তার নেয়ামতের ছান।
পবিত্র ওই ছোট্ট প্রাণ,
মায়ের কোলে সৃষ্টির মহান।
ফেরেশতাদের মতো সে পবিত্র মুখ,
তাওহিদের আলোয় যেন ভরে উঠুক।
প্রতিদিন তার নামাজ শিখুক,
আল্লাহর পথে চলার আহ্বান বুঝুক।
বাবুর জন্য করি দোয়া,
তার হোক ঈমানের পথের ছোঁয়া।
প্রভুর রহমতে সে বড় হোক,
জান্নাতের ফুলের মতো বেড়ে উঠুক।
সত্যের পথে চলুক সারাক্ষণ,
আল্লাহর নামে ভরে উঠুক তার মন।
আমার বাবু হবে প্রিয় নবীর পথিক,
দুনিয়ায় পাবো তার কল্যাণময় দীক্ষা।
প্রতিটি শ্বাসে আল্লাহর জিকির,
আমার বাবু হবে ইমানের বিকির।
জীবন তার হোক পবিত্র, খাস,
আল্লাহর ভালোবাসায় কাটুক প্রতিটি শ্বাস।
মন্তব্য