২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে শীর্ষ সন্ত্রাসী তারেক সহ তার সহযোগী অস্ত্রসহ গ্রেফতার ফুলবাড়ীতে জামায়াতের গণ বিক্ষোভ মিছিল রাঙ্গুনিয়ায় জামায়াতে ইসলামীর সভায় বক্তারা- আ.লীগসহ ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে কালারমারছড়ার শীর্ষ সন্ত্রাসী ১০ মামলার পলাতক আসামি ডাকাত তারেক দুই সহযোগীসহ আটক মহেশখালীতে শীর্ষ সন্ত্রাসী তারেক সহ তার সহযোগী অস্ত্রসহ গ্রেফতার পুঠিয়ায় জামায়াতের বিক্ষোভ -মিছিল, বিচার দাবি ও স্মরণ সভা অনুষ্ঠিত হিজড়া জনগোষ্ঠীর সমঅধিকার নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের ইতিহাসের সাক্ষী: বাঁশখালীর বখশী হামিদ মসজিদ ও মোঘল স্থাপত্যের নিদর্শন নাটোরে বিএডিসি বীজ ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভোলায় শীতে উপযোগী করতে হাঁস পালনে ব্যস্ত খামারীরা৷
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • ইউটিউবে অনুপ্রাণিত প্রিন্স এখন সফল উদ্যোক্তা
  • ইউটিউবে অনুপ্রাণিত প্রিন্স এখন সফল উদ্যোক্তা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মো. বদরুল আলম বিপুল,সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি >>> পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সফলতার গল্প লিখছেন টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের খান মার্কেট এলাকার অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী প্রিন্স আহমেদ (২১)। পড়াশোনার পাশাপাশি কৃষিকাজে মনোনিবেশ করে তিনি হয়েছেন একজন সফল পেঁপে চাষি।সরকারি সা’দত কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র প্রিন্স পড়াশোনার পাশাপাশি অবসরে কৃষিকাজে আগ্রহী হয়ে ওঠেন। ২০২৩ সালে ইউটিউবে পেঁপে চাষের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে মাত্র ৩৫টি গাছ রোপণ করে শুরু করেন তার প্রথম পেঁপে বাগান। প্রথমবারেই ভালো ফলন ও মুনাফা পেয়ে এবার আত্মবিশ্বাসী হয়ে প্রায় সাড়ে তিনশ চারা রোপণ করেন।মোট ৩৩ শতাংশ জমিতে প্রায় আট মাস আগে এসব পেঁপে গাছ রোপণ করেন তিনি। এতে খরচ হয় প্রায় ৮০ হাজার টাকা। ইতিমধ্যে দুই মাস ধরে তিনি বাজারে পাকা পেঁপে বিক্রি করছেন। এ পর্যন্ত প্রায় ৬০ হাজার টাকার পেঁপে বিক্রি করেছেন প্রিন্স।প্রিন্স আহমেদ বলেন, বাজারে পাকা পেঁপের চাহিদা বেশি থাকায় তিনি কাঁচা নয়, পাকা পেঁপেই বিক্রিতে গুরুত্ব দিচ্ছেন। পাইকাররা ক্ষেত থেকেই পেঁপে কিনে নিচ্ছে, ফলে বাড়তি সময় ও খরচ দুটোই কমছে। প্রতিটি পেঁপের গড় ওজন ৩ থেকে ৫ কেজি পর্যন্ত।তিনি আরো বলেন, ছাত্রাবস্থায় কৃষিকাজ শুরু করায় শুরুতে অনেকে নানা কথা বলেছিল। কিন্তু আমি নিরুৎসাহিত হইনি। এখন সবাই প্রশংসা করছে এটাই আমার অনুপ্রেরণা।প্রিন্স আশা করছেন, মৌসুম শেষে পেঁপে বিক্রি করে ভালো অঙ্কের মুনাফা অর্জন করবেন। পাশাপাশি ভবিষ্যতে পেঁপের চারা উৎপাদন ও বিক্রি শুরু করার পরিকল্পনাও রয়েছে তার।এ বিষয়ে সখীপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন বলেন, সখীপুরে এবছর প্রায় ২৫ হেক্টর জমিতে পেঁপের চাষ হয়েছে। ভালো দাম পাওয়ায় গত বছরের তুলনায় এ বছর চাষ বেড়েছে। তরুণ উদ্যোক্তাদের কৃষিতে যুক্ত করতে সরকারিভাবে প্রশিক্ষণ দেয়া যেতে পারে। পাকা পেঁপে বিক্রি করে কৃষকরা কাঁচা পেঁপের চেয়ে বেশি লাভবান হন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page