মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর, রংপুর।
তারিখঃ ২২শে মে ২০২৪ খ্রিঃ
প্রয়োজনটা ফুরিয়ে এলেই
সম্পর্ক কেমন তা বুঝা যায়
কে আপন কি তার পরিচয়
যার খোঁজ পাওয়া যায় না।
তাকে ইচ্ছে করে যে হারায়
আঁধার দিয়ে যায়না মাপা
রাতের বুকের গভীরতা
আঁধার সেতো জোছনা।
চাঁদের বিরহের এক গোপন কথা
রাত পাহাড়ায় হাজার তাঁরা
ঝলমলিয়ে মিঠে-মিঠে হাসে
জোছনা যেদিন আঁধার ঘুচিয়ে।
চাঁদকে ঝলসানো ভালোবাসে
সম্পর্ক হবে বন্ধু হিসাবে বুঝলে
সবকিছু জানবো জানাবো
শুনবো শুনাবো নো লজ্জা সরি।
আমরা দুজনেই দুজনার বিশ্বাসী
এসো বন্ধু গড়বো নতুন করে পৃথিবী
তুমি আমার আমি তোমার জীবন সাথী
আসো দুজনেই ভালোবাসি প্রকৃতি।











মন্তব্য