মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী
শ্যামলা গায়ের সুঠাম চেহারা
কাজল কালো চোখ,
মেহেদী’র রঙে হাতটি রাঙায়
ভরায় যে মনের সুখ।
সরিষা ক্ষেতে হাঁটতে হাঁটতে
লাগে যে বেশ ভালো,
দুঃখের নৌকায় সুখের ভীড়ে
আঁধার ঘরের আলো।
খোঁপায় খোঁপায় গাদা ফুলেই
ভরে গেছে যে কেশ,
দুইটি হাত দু’জন ধরে রোজ
হাটতে লাগে যে বেশ।
গল্পের মাঝে হাসতে ভাসতে
সুরতি পথ দেয় পাড়ি,
অজানা পথে’ই একায় আমি
দুঃখে’র পাহাড় গড়ি।
অনিলে উড়ে যে এলোমেলো
লম্বা কালো এলো চুল,
পায়ে যে তাঁহার রুপার নূপুর
কানে সোনার বড় দুল।
তোমার স্মৃতি হৃদয় ভাসায়
চোখে আসে যে জল,
তোমায় দেখে’ই পাই যে যেন
মনের যত শক্তি বল।
কোনো দিন পাব কি তোমায়
হাজার লোকের ভীড়ে,
নদীর ঘাটে একা আছি বসে
আসবে না আর ফিরে।











মন্তব্য