**মোঃ মশিউর রহমান**
বাবা তুমি আসবে কবে?
কবে তোমার ছুটি?
তোমায় দেখার তৃষ্ণায় আমার
শুকিয়ে গেছে টুটি।
তোমার সাথে রোজ সকালে
খাইতে যেতাম চা,
অভ্যাসটা যে এখনও আছে
দেয়না যেতে মা।
তুমি গেছ অনেক দূরে!
দিনগুলি কি কাটে?
কার সাথে আমি করবো খেলা
কার সাথে যাই মাঠে।
অপেক্ষাতে থাকলাম বাবা
অনেক আশায় বসে,
আসলে তুমি বলবো কথা
মিষ্টি রসে রসে।।











মন্তব্য