নিউজ ডেস্ক >>> করিম মার্কেট মসজিদে নুর , ভূইগড়,ফতুল্লা, নারায়ণগঞ্জ আল-হুদা দাওয়াহ সেন্টার বাংলাদেশ এর প্রধান কার্যালয়ে২ মার্চ ২০২৪ ইং রোজ শনিবার কেন্দ্রীয় সেমিনার অনুষ্ঠিত হয়।উক্ত সেমিনারে সভাপতির আসন অলংকৃত করেন আল-হুদা দাওয়াহ সেন্টার বাংলাদেশ এর মুহতারাম চেয়ারম্যান মহোদয় মুফতি হেদায়াতুল্লাহ ফরিদপুরী (হাফিজাহুল্লাহ) মুহতারাম চেয়ারম্যান মহোদয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক নসিহা পেশ করেন। তিনি তার আলোচনায় নেতৃবৃন্দের লক্ষ করে বলেন, আল্লাহ তা’আলা আসমানী কিতাব দান করেছেন, তার নির্বাচিত বান্দা নবী (আ,)গণ কে, এবং আসমানী কিতাবের ওয়ারিস বানিয়েছেন তার নির্বাচিত বান্দা ওলামায়েকেরামকে , আর তাই যেমনিভাবে ওলামায়েকরাম ওয়ারিসুল আম্বিয়া হিসেবে সম্মানিত তেমনিভাবে নবী ওয়ালা কাজের গুরু দায়িত্বও তিনাদের উপর রয়েছে , উম্মাহের ফিকির তাদেরকেই করতে হবে । তিনি তার আলোচনায় আরো বলেন ,আজ কেন্দ্রীয় কমিটি গঠন হলো , আমরা যে যেই দায়িত্বের জন্য নির্বাচিত হয়েছি সেই দায়িত্ব ন্য্যয়, নিষ্ঠা ও আমানতদারিতার সাথে পালন করব ইনশাআল্লাহ উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন মুফতি ফজলুর রহমান আরিফী, খতিব বাইতুল মুকাদ্দাছ জামেমসজিদ) মাওলানা আব্দুল মান্নান নুরী (নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান :আল-হুদা দাওয়াহ সেন্টার) মাওলানা মোকাদ্দাছ হোছাইন তোরাবী (নবনির্বাচিত মহাসচিব: আল-হুদা দাওয়াহ সেন্টার) মাওলানা ওবায়দুল্লাহ ফারুকী (নবনির্বাচিত যুগ্ম মহাসচিব :আল – হুদা দাওয়াহ সেন্টার) মাওলানা আরমান হুসাইন রদহমানী (নবনির্বাচিত যুগ্ন মহাসচিব :আল-হুদা দাওয়াহ সেন্টার) মাওলানা জুনায়েদ আহমাদ (নবনির্বাচিত সদস্য সচিব :আল-হুদা দাওয়াহ সেন্টার) মাওলানা খাইরুল ইসলাম (নবনির্বাচিত দপ্তর সম্পাদক :আল-হুদা দাওয়াহ সেন্টার) মাওলানা আব্দুর রহমান সিরাজী (নবনির্বাচিত কেন্দ্রীয় সদস্য :আল-হুদা দাওয়াহ সেন্টার)এছাড়া আরো উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন স্থানের ওলামায়ে কেরাম
অনুষ্ঠান সমাপ্তি লগ্নে নেতৃবৃন্দের সম্মাননা পাগড়ি পরিয়ে দেন শায়েখ মুফতি ফজলুর রহমান আরেফী হাফি, ও মুহতারাম চেয়ারম্যান মুফতি হেদায়েতুল্লাহ ফরিদপুরী হাফি, সর্বশেষ চেয়ারম্যান মহোদয়ের দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মন্তব্য