সাদেকুল ইসলাম।
১৬/০৭/২০২৪খ্রিঃ
আমি দেখিনি পরাধীনতা,
আমি স্বাধীন দেশের নাগরিক, আমি কোনো পরাধীন দেশের স্বৈরাচারী শাসকের আমলে জন্ম নেইনি,
আমি জন্মেছি স্বাধীন বাংলায়।
আমি দেখিনি পরাধীনতা,
আমি দেখিনি বায়ান্নর ভাষা আন্দোলন, দেখিনি ভাষার জন্য রক্ত ঝরাতে।
আমি দেখিনি পরাধীনতা,
দেখিনি ৬৬’র ছয় দফায় অধিকার আদায়ের দাবি।
আমি দেখিনি পরাধীনতা,
দেখিনি ৬৯’এর গণ অভ্যুত্থান, দেখিনি আইয়ুব বিরোধি মিছিল।
আমি দেখিনি ৭ই মার্চের বঙ্গবন্ধুর রক্তঝরা জ্বালাময়ী ভাষণ, যার জন্য লাখো-কোটি বাঙালি জেগে উঠেছিল রক্ত নেশায়।
আমি দেখিনি পরাধীনতা,
দেখিনি ব্রিটিশ শাসন, দেখিনি পাকিস্তানি বৈষম্য, দেখিনি ইংরেজ জুলুম।
আমি দেখেছি স্বাধীনতা,
দেখেছি মেধাকে কলুষিত করার দূর্বার প্রচেষ্টা।
আমি দেখেছি কোটা বৈষম্য, দেখেছি মেধার অধিকার চাওয়ায় রাজাকার হতে।
আমি দেখেছি দেশের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর অমানবিক লাঠিচার্জ।
আমি দেখেছি মেধার অধিকার আদায়ে রক্ত ঝরাতে, দেখেছি আমার বোনের গায়ে সজোরে লাঠির আঘাত।
এই লজ্জা কার?? এই ব্যার্থতা কার?? জবাব চাই।
মন্তব্য