মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর,রংপুর
তোমার আমার গোপন কথা
দুজনের হৃদয়ে আছে গাঁথা
হবে তো মোদের মধুর মিলন
তুমি আমি দুজনে তা জানি না।
তুমি আমার প্রিয়া ময়না টিয়া
হৃদয়ে আছো প্রানের বুলবুল
এই জীবনে আগলে রাখবো
তুমি আমার পথচলার পাখিরে।
দেখি তোমার ঐ মুখের হাসি
সেই হাসিতে আলোক বর্ষা রাশি
শুধু তোমাকেই আমি ভালোবাসি
আমি তোমার প্রেমের দেওয়ানা।
মন্তব্য