মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী মহানগর,রংপুর।
নীলিমার নীলে গেলে তো ভুলে
সন্ধার আলোয় আলোকিত হলে
নিজের চিন্তা করে সুখী হবে বলে
মিথ্যায় মায়ার মোহনজালে বন্ধী হলে।
আবেগ দিয়ে জীবন চলে না ভুবনে
যখন সুখ নাহি মিলে তখন দুঃখ হবে
আমাকে কিছু বলে সমাধান হবে না
রেখো মনে জীবন ভর হৃদয় গহীনে।
এতো কিছু করার পরেও গেলে ভুলে
তোমাকে খুবই আপন করেছিলাম মনে
তুমি ও হলে ছলনার সারথি অবশেষে আমি আজ কষ্ট রাখি মন পাহাড়ে।
মন্তব্য