নিজস্ব প্রতিবেদক: সাতকানিয়া >>>চট্টগ্রামের সাতকানিয়ায় আমিলাইষ ইউনিয়নের সারওয়ার বাজার – কাঞ্চনা আঞ্চলিক সড়কের পাশের গাছ কেটে নিলো কিছু দূর্বৃত্তরা।গত ৩১ আগস্ট ( রবিবার) থেকে দূর্বৃত্তরা আমিলাইষ – কাঞ্চনা সড়কের বটতলা সংলগ্ন এলাকা ও মোজাহেরের রাস্তার টেক রাস্তার পাশে সরকারিভাবে রোপণকৃত বিভিন্ন জাতের ৫ থেকে ৬ টি গাছ কেটে নিয়ে যায় কিছু কিশোর গ্যাং সদস্যরা।স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ আমিলাইষ ৬নং ওয়ার্ডের আবুল খায়ের এর ছেলে মো: মোরশেদুল আলম ও তার সঙ্গীরা মিলে এসব গাছ কেটে বাড়িতে নিয়ে যায়।এবিষয়ে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য লোকমান হাকিম (মনু) বলেন, আমি পারিবারিক চিকিৎসার কাজে হাসপাতালে অবস্থান করছেন। বিস্তারিত জেনে তদন্ত করে ব্যবস্থা নিবেন।সরকারি ভাবে রোপণ কৃত গাছ কেটে নেওয়ার বিষয়ে জানতে চাইলে আমিলাইষ ইউনিয়ন পরিষদের সচিব পলাশ পাল জানান, এই বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। অনুমতি ছাড়া যে কেউ চাইলে গাছ কাটতে পারেনা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য