কলমেঃ রিকা মনি
তুমি আমার কাছে এক,
রাত্রি বেলার আলো
তুমি আমার কাছে এক,
সূর্য্যের ঝলমলে আলো।
তুমি আমার কাছে এক,
প্রবীণ পাপড়ি জেগে ওঠার মতো
তুমি আমার কাছে,
খাঁচা মুক্ত পাখির মতো।
তুমি আমার কাছে এক,
সাত সমুদ্র জয় করার মতো
তুমি আমার কাছে এক,
কালো মেঘ কেটে গিয়ে সূর্য ওঠার মতো।
মন্তব্য