আরিফা আক্তার
ইচ্ছে আমার কবি হওয়ার
পারিনা কিছুই লিখতে,
একটু লেখার চেষ্টা করে
চাই যে লেখা শিখতে।
অনেকে আমায় উৎসাহ দিচ্ছেন
চালিয়ে যেতে লেখা,
একদিন নাকি আমার লেখাও
পাবে সম্মাননার দেখা।
যারা আমার পাশে থেকে
দিচ্ছেন অণুপ্রেরনা,
তাদের আমি স্মরণ রাখবো
কখনো তোমাদেরকে ভুলবো না।
নাম লিখলে ঠাঁই হবেনা
আমার ছোট্ট কবিতাতে,
তাদের আমি রেখো দেবো
আমার কবিতার ছন্দেতে,
তাদের প্রতি আমার শ্রদ্ধা
থাকুক আজীবন,
তাদের এ ঋণ হয়তো
হবেনা শোধ কোনোদিন।
মন্তব্য