আরিফা আক্তার
আমাদের একটা ডিসেম্বর ছিলো
দিনগুলো ছিলো স্মৃতিময়,
অপেক্ষায় থাকতাম সবাই
কখন বার্ষিক পরিক্ষা শেষ হয়।
ডিসেম্বরের সেই সময়টা ছিলো
ভালো লাগার সময়,
খেলার ছলে আড্ডা দিয়ে
দুঃখ করতাম জয়।
সবাই মিলে আমরা তখন
খেলতাম কতো খেলা,
সবার মনে বইতো তখন
মহা আনন্দের মেলা।
সবাই মিলে চড়ুইভাতি
খেলতাম বনে গিয়ে,
মহা ধুমধামে আমরা
দিতাম পুতুল বিয়ে।
সন্ধ্যার পরে উঠোনে বসে
করেছি কতো গল্প,
কোনো কিছু ভাগাভাগি নিয়ে
ঝগড়া করেছি অল্প।
এখন অনেক বড়ো হয়েছি
হারিয়ে গেছে ডিসেম্বর,
সময়ের ব্যবধানে আপন মানুষ
হয়ে গেছে পর।
মন্তব্য