মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী মহানগর রংপুর
তারিখঃ ১২ মে ২০২৪ খ্রিঃ
আমিতো এমন সম্পর্কটা চাইনি
আগে তো তোমাকে খুজিনি
এখন তো বুঝতে পারছি
হায় প্রেম হায় ভালোবাসা।
একটু অনুভুতি দিয়ে চেষ্টা করো
আমাকে দাও দেখা সময় করে
স্বপ্নের নীলে শ্রাবণের রাজকন্যা
আমি চাই একটু ভালোবাসো।
আমাকে যদি পারো বুঝতে
তবে হবেনা কাউকে খুজতে
আমি আছি অপেক্ষার প্রহরে
তোমাকে আপন করে নিবো মনে।
হৃদয়ের তরে মনের রানী করে
করবো বরন জীবন মরন পথচলাতে
তবে সুখ দুঃখের সঙ্গী হবে কি
যদি হও তবে কথা দাও দেখা দাও।
জীবনে তোমার প্রয়োজন আছে
আসো প্রিয়তমা হৃদয়ের কুঠিরে
সকল রাগ অভিমান দুরে ফেলে
আমাকে ভালোবাসো মায়ার বন্ধনে।











মন্তব্য