রিফাত আফছানা পাখি
আমি তোমার অতীতের স্মৃতি বা
অতীত হয়ে নয়;
আমি থাকব তোমার বর্তমান ও
ভবিষৎ হয়ে
তোমার প্রতিটি নিশ্বাসের
শব্দ গুনবো
অনুভব করব প্রতিটি নিশ্বাসের
এই ছুয়ে যাওয়া আমাকে
যা প্রবল অধিকার নিয়ে
প্রতিনিয়তই আমায় স্পর্শ করে
যা প্রতিনিয়তই আমায় জানান দেয়
তোমার শত সহস্র আকাঙ্খার…..
বর্তমানে যে মৃত্যুর মিছিল চলছে
তাতে আমার নাম টাও আছে কি না আমি জানি না!
তবে,আমি জানি মৃত্যু চিরন্তন
তারপরে ও শত মৃত্যুকে ঠেলে
এই মন যে শুধু
তোমায় নিয়ে স্বপ্ন দেখছে।
আমি এটাও জানি না
এই সত্য আকাঙ্ক্ষা গুলো
পরিনতি পাবে কি না,
তবুও চাতক পাখির মত
অপেক্ষায় আছি তোমার।
কবে তুমি এসে একটু ছুয়ে দেবে,
বুকে জড়িয়ে বলবে…..
“আমি আছি তো,আমিই আছি।”
মন্তব্য