কলমে: মোঃ সুজা মিয়া।
১৬ বছর পরাধীনতার পর
স্বাধীন করলাম এই দেশ,
স্বাধীনতার পর দেখতেছি
অন্যরকম এক বাংলাদেশ।
স্বাধীন দেশে সরকার গঠন
ছাত্র জনতা করলেও বেশ,
প্রতিজ্ঞাবদ্ধ হলো সরকার
গড়বে সোনার বাংলাদেশ।
স্বাধীনতার প্রথম শহীদ যে
রংপুরের আবু সাঈদ ভাই,
অন্তবর্তী সরকার গঠন করে
কবর জিয়ারত করতে যায়।
নোয়াখালী,ফেনীও কুমিল্লায়
বন্যায় আক্রান্ত হাজার প্রাণ,
তখন বিভিন্ন পেশার মানুষজন
পাঠিয়ে দেয় লক্ষ টাকার ত্রান।
সকল ধরনের পরীক্ষার মধ্যে
থাকবে না কখনো ভেদাভেদ
মেধা দিয়ে চাকুরী হবে সবার
এটাই এক স্বাধীন বাংলাদেশ।
মন্তব্য