মুকুল রাজ
হৃদয়বেগ করাঘাতে বাড়িয়েছি দূরান্ত,
আজ হঠাৎ কৃষ্ণপক্ষে অমাবশ্যায় অবলোকন।
ইচ্ছে ছিল বিমোহন নিবিড় ধারে কথা বলি,
কিন্তু পারিনি।
সেই ধৃষ্টতা আমার নেই!!
হঠাৎ দু চোখে খুলে দেখি সেই ফাগ্লুনের রঙ,
কতো যুগ পর দেখেও যন্ত্রণা বাড়ে বরং!
জানি,আমাদের কতো
স্মৃতি,চাহনি,যন্ত্রণা হারাইনি,
হারিয়েছি কতো গোধূলি সন্ধা,
পেয়েও দিতে পারিনি গোলাপ,রজনীগন্ধা!
এখন সোনালী অতীত গন্ধ মেখে,
অর্ন্তদর্শনে সেই স্মৃতিগুলো যাই শুধু একেঁ।
তৃষ্ণায় ব্যাকুলতায়,
চারিদিকে দেখি অন্ধকার রাশি,
বসুধার বুকে আমি যেন এক নিরব উদাসী।
সেই সোনালী দিন সেই মহাকাল আগে,
তুমি ছিলে মায়াবিনী অনুরাগী দেবী,
তুমি ছিলে যেন পূর্ণিমার চাঁদ,
আজ অমাবস্যায় দেখা অকস্মাৎ।
দহনে দূরত্ব যতই বাড়ুক,
মিথ্যা শৃঙ্খলেই বাঁধি যত স্মৃতি,
নিভৃতে অলীক প্রেমে কেটে যাক সন্ধা ও সকাল,
তবু তোমায় যতনে ছায়া দিবো,
বেঁচে থাকবে আমার হৃদয়ে মহাকাল।
এতকাল এতযুগ পর গোধূলির অমাবস্যায় দেখে,
মনে পড়ে সেই গভীর নিশীথ,
আজ চারিদিকে তুষার শীত।
তবু জেগে হৃদয়ে জ্বালি শিখা,
ঐ কৃষ্ণপক্ষের ক্ষণিকের কিছু স্মৃতি থাকুক লেখা
মন্তব্য