সাইফুল ইসলাম বাবু সিলেট থেকে>>> বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।বিজিবি সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ৫ অক্টোবর শনিবার ভোরে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল ভারতীয় কাতান শাড়ী-১৯০ পিস, মহিষ-০৫ টি, হেয়ার ওয়েল-৪০৫ পিস, শুকনা সুপারি-১৫০০ কেজি চিনি-৯০০ কেজি, ফেন্সিডিল-৪৭ বোতল,বাংলাদেশী রসুন-১৩৩০ কেজি, শিং মাছ-১৮০ কেজি এবং মোটরসাইকেল-০১ টিসহ অন্যান্য মালামাল আটক করে।যার আনুমানিক মূল্য-৫৮,০০,৮৫০.০০ (আটান্ন লক্ষ আটশত পঞ্চাশ) টাকা।সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন,উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল আটক করা হয়।আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।
মন্তব্য