২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চারঘাটে ডোবা থেকে অজ্ঞাত যুবকের লা’শ উদ্ধার চারঘাটে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোদাগাড়ীতে সীমান্তে বিজিবির অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ কোম্পানীগঞ্জে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে মধ্যপূর্ব চরহাজারী যুব সংঘ বাঘা উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে বিদায়ী ও নবাগত অফিসারকে সংবর্ধনা রাজশাহীতে ৫২ তম গ্রীষ্মকালীন ক্রিয়া প্রতিযোগিতা ২০২৫ সমাপনী তানোরে বিষাক্ত কীটনাশক স্প্রে করে পোড়ানো হলো পরিপক্ক ধানক্ষেতের ফসল লোহাগাড়ায় ১৩ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ রাজবাড়ীতে দিনের বেলায় মসজিদের আইপিএস ব্যাটারি চুরি সাতকানিয়ার ইউপি চেয়ারম্যান বাকলিয়ায় আটক
  • প্রচ্ছদ
  • শিক্ষা >> শীর্ষ সংবাদ >> সিলেব্রিটি >> সোস্যাল মিডিয়া
  • সিলেট জেলা পর্যায়ে শিক্ষা সপ্তাহে জৈন্তার বিজয়ীদের কামাল আহমেদের অভিনন্দন।
  • সিলেট জেলা পর্যায়ে শিক্ষা সপ্তাহে জৈন্তার বিজয়ীদের কামাল আহমেদের অভিনন্দন।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মো সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট।

    জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরীতে জৈন্তাপুরে চারটি ইভেন্টে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে। স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পুরো সিলেট জেলায় সবগুলো উপজেলা ও সদর উপজেলার মধ্যে শ্রেষ্ঠ স্কুল জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ কারিগরি প্রতিষ্ঠান আমিনা হেলালি টেকনিক্যাল ইন্সটিটিউট এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আমিনা হেলালি টেকনিক্যাল ইন্সটিটিউটের সুপার হেলাল আহমেদ ও শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক ( কারিগরি) একই প্রতিষ্ঠানের মরিয়ম বেগম সুমা বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছেন।এদিকে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ জেলা পর্যায়ে জৈন্তাপুর উপজেলায় এই অসামান্য সাফল্য অর্জনে বিজয়ীদের ও সেরা প্রতিষ্ঠানকে অভিনন্দন জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি কামাল আহমদ। কামাল আহমদ বিজয়ী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আমেনা হেলালি টেকনিক্যাল ইন্সটিটিউটের গভর্নিং বডির সভাপতি এবং সেন্ট্রাল জৈন্তা ও মাওলানা আব্দুল লতিব জুলেখা গার্লস একাডেমি সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গভর্ণিং বডির প্রধানের দায়িত্ব পালন করে আসছেন।এক অভিনন্দন বার্তায় তিনি জানান, এই সাফল্য পুরো জৈন্তাপুরবাসীর জন্য।এর কৃতিত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের অদম্য পরিশ্রমের কারণে অর্জিত।এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং ভবিষ্যতে পরবর্তী বছরগুলোতে বিজয়ীদের সংখ্যা বাড়ানোর জন্য এখন থেকেই শিক্ষা সংশ্লিষ্ট সকলকে মনোযোগি হওয়ার আহবান জানান। তিনি আরো বলেন জৈন্তাপুরের স্হানীয় সাংসদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসীকল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি মহোদয়ের সবচেয়ে বড় অবদান জৈন্তাপুরের শিক্ষা ক্ষেত্রে প্রত্যন্ত এলাকার স্কুল, কলেজ, কারিগরি, মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন করেছেন এবং করে যাচ্ছেন।তার হাত ধরে উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের ছোঁয়া অব্যাহত। এই অবস্থায় জেলা পর্যায়ে এই রকম সফলতা অব্যাহত থাকলে মাননীয় মন্ত্রী মহোদয়ের সুশিক্ষিত, স্বশিক্ষিত, স্বনির্ভর জৈন্তাপুর উপজেলা গঠনের যে স্বপ্ন তিনি দেখেছেন তা বাস্তবায়নে অগ্রনী ভূমিকা পালন করতে সক্ষম হবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page