আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম সাতকানিয়া সদর ইউনিয়নে কৃষি জমিতে জমিতে টপসয়েল মাটি কাটার অপরাধে ৷মোঃ আরাফাত নাম নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছে সাতকানিয়া ভ্রাম্যমান আদাল৷৯ই ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার রাত ১.৩৪ টার দিকে সাতকানিয়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এই অভিযান পরিচালনা করা হয় ৷দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ আরাফাত (২৬)চট্টগ্রাম জেলার বাঁশখালী থানা ৭নং সরল ইউনিয়ন বড়পুকুর পাড়া, ৯নং ওয়ার্ড এলাকার মৃত আবুল হোসেনের ছেলে ৷ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস।সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার -মিল্টন বিশ্বাস মাধ্যমকে জানান ,গতরাত ১.৩৪ গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার সাতকানিয়া সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় উৎপাদনশীল কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার সময় হাতেনাতে আটক মোহাম্মদ আরফাত (২৬) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য