২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • জীবন গল্প
  • সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন
  • সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ>>>জামালপুরের বকশীগঞ্জে রাতের অন্ধকারে সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে শুক্রবার (১৬ জুন) সকাল ১১টার দিকে নাটোর প্রেসক্লাব চত্তরে সাংবাদিকরা মানববন্ধন করেন।এ সময় উপস্থিত ছিলেন বাংলা নিউজ ২৪.কম এর নাটোর জেলা প্রতিনিধি মামুনুর রশীদ, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজি আহমেদ বাবন, সহ-সভাপতি শহিদুল হক সরকার, ইউনিক প্রেসক্লাবে সভাপতি দেবাশীষ কুমার সরকার, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধ নবীউর রহমান পিপলু, সিনিয়র সাংবাদিক ররেন দা, সহ সকল সাংবাদিক বিন্দু।এ সময় বক্তারা বলেন, বিভিন্ন সময় সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনার বিচার না হওয়ায় অপরাধীরা এমন নির্মম ঘটনা ঘটাতে সাহস পেয়েছে। বক্তারা নাদিম হত্যার সুষ্ঠ বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।উল্লেখ্য, জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সাধুপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদ আলম বাবুকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে হত্যাকাণ্ডের শিকার হন বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম।তার ওপর হামলার ঘটনাটি ঘটে গত বুধবার (১৪ জুন) রাতে। পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page