আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে এবং হাটহাজারী ও সাতকানিয়া উপজেলার ২টি ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ মে’২৩ ইং। উক্ত নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন অফিসে ২১ মে বিকাল ৪.০০ টার সময় চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে এক মতবিনিময় ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাঃ জাহাঙ্গীর হোসেন। এছাড়া উক্ত সভায় জেলার আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট প্রধানগণ উপস্থিত ছিলেন।উক্ত সভায় নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য সকলকে পরামর্শ প্রদান করা হয় এবং অবাধ ও সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়।
মন্তব্য