মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি>>>
টাঙ্গাইলের সখিপুরে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরোধান (হাইব্রিড) বীজ বিতরণ করা হয়।৫ ডিমসম্বর (বৃহস্পতিবার) সখিপুর উপজেলা হল রুমে ১৬শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২কেজি করে প্রনোদনার বীজ বিতরণ করা হয়।এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনি,কৃষি অফিসার নিয়ন্তা বর্মন,মৎস অফিসার পিআইও,সমাজসেবা অফিসার মনসুর আহমেদ,অতিরিক্ত কৃষি অফিসার ইসমত তারা,ইলিয়াস কৃষি, উলফাত জাহান প্রমুখ।
মন্তব্য