৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় অস্ত্র ও ২০ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১ সাতকানিয়ায় অস্ত্র ও ২০ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১ খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মালদ্বীপ বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। চাটখিলে জাতীয় সমাজ সেবা দিবস পালিত বাংলাদেশ পল্লী পাঠাগার ও সাহিত্য জাদুঘর এর উদ্যোগে প্রয়াত সাংবাদিক আব্দুর রহমানের স্মরণসভা ও দোয়া খায়ের অনুষ্ঠিত ফুটেজ দেয়া আছে সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে ৩৯জন প্রার্থীর মনোনয়নপত্রের মধ্যে ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং বাকি ১৩ জন প্রার্থীর আপিলের সুযোগ রয়েছে রাজশাহী-১ ও ২ আসনে ৬ জনের মনোনয়ন বাতিল নোয়াখালীতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সৈয়দ নগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত “চৌদ্দ বছর প‌রে”
আন্তর্জাতিক:

শুধুই তোমার জন্যে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কলমে রিতুনুর >>>
মুখে লাল দাড়ি জানিনা কোথায় বাড়ি
চাঁদের মত হাসি,
তারে অনেক ভালোবাসি।
ছবি দেখলেই তার ধিকধিক করে বুক
মনে হয় ঐ বুকে
আছে লুকিয়ে সুখ।
কাব্য লেখে ভালো,দেখতে সামান্য কালো।
নিজ সত্তায় চলে
কখনো মেসেঞ্জারে নক করে
কিছুই নাহি বলে।
হৃদয়ের মানচিত্রে লিখেছি তার নাম,
হীরা মতি চুনি পান্না
নুড়ির পাথরের মত যার দাম।
তার প্রতিটা শব্দ নীহারিকাপুঞ্জের মত
এই হৃদয় স্পর্শ করে,রোজ অনলাইনে
কত প্রেম ভালোবাসা,
অবিরাম তুলে ধরে।
কোটি কোটি মানুষের ভিড়ে
তাকে ভালোবেসে ফেলেছি ধীরে ধীরে।
দুটি মন যদি হয় এক
তবে বলবো এই কবিতাটি একবার চেয়ে দেখ।
যদি অন্ধকার রাতে
বিদ্যুৎ চমকাইয়া জ্বলে আলো
যদি লাগে ভালো চুপচাপ বলে দিও
এই নিঃশ্বাস প্রশ্বাস পারলে
তোমার করে নিও।
স্মার্ট ফোন ধরে যদি কখনো বলো হাই,
দিব্বি বলছি তোমার মত একজন শুভ্র সাদা
মনের মানুষ অনেক দিন থেকে চাই।।

মন্তব্য

আরও পড়ুন

You cannot copy content of this page