জেলা প্রতিনিধি (নড়াইল)>>>
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা চৌরাস্তায় চায়ের দোকানী জালাল খা সহ ৪ জনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা।গতকাল ৭ জুন বুধবার সকালে লক্ষীপাশা চৌরাস্তায় জালালের চায়ের দোকানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোহাগড়া পৌরসভার মশাগুনি গ্রামের আয়ুব মল্লিক তার ছেলে মামুন মল্লিক, আলামীন,সাইফুল ও আরিফ সহ ১২/১৩ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র, সজ্জিত হয়ে অর্তকিত ভাবে হামলা করে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে, পিটিয়ে মারাত্মক জখম করে দোকানে থাকা নগত টাকা ছিনিয়ে নেয়। আহতদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে জালাল খা কে। আহত ৩ জন মন্টু, সাদ্দাম ও বিল্লালের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এঘটনায় আহত চায়ের দোকানী জালাল খার সংগে কথা হলে তিনি বলেন আমি একজন চা দোকানী আমাকে ও আমার ছেলে, ভাইকে সন্ত্রাসীরা কুপিয়ে মারাত্মক জখম করেছে। আমি ওই সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারের দাবী করছি। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সংগে কথা হলে তিনি জানান ঘটনা শুনেছি পুলিশ ঘটনা স্থলে গিয়েছিলো। মামলা প্রক্রিয়াধীন।মামলা হলে আসামিদের আটক করে আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্য