রশিদুল ইসলাম, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি>>>লালমনিরহাটের কালীগঞ্জ ও পাটগ্রাম উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।শনিবার (১০ জুন) কালীগঞ্জ উপজেলার কাকিনায় মহিপুর শেখ হাসিনা তিস্তা সড়ক সেতু থেকে ফেরার পথে টিকটকের ভিডিও ধারণ করার সময় ট্রাকের ধাক্কায় দুই বন্ধু ও পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।স্বামীর সঙ্গে বাড়ি ফেরা হলো না ফাতেমার নিহত দুই বন্ধু হলেন, কালীগঞ্জ উপজেলার কাকিনার রুদ্রেশ্বর গ্রামের আছির আলী ছেলে শাহ আলম (২০), কাকিনা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হাজেরা বেগমের ছেলে ওয়াজেদ আলী (২২) এবং পাটগ্রামে মোটরসাইকেল আরোহী শাহিন আলম (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে একটি মোটরসাইকেলে তিন বন্ধু মিলে মহিপুর তিস্তা শেখ হাসিনা সড়ক সেতুতে ঘোরাঘুরি শেষে বাড়ি ফিরছিলেন।পথে চলন্ত অবস্থায় টিকটকের ভিডিও ধারণ করার সময় বুড়িমারী থেকে ছেড়ে যাওয়া পণ্যবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়। অপর একজন গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷এ দিকে রাত ৯টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হরিশোভা মসজিদ পাড় নামক এলাকায় পাথর বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহিন আলম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এ বিষয়ে, কালিগঞ্জ ও পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।
মন্তব্য