আবদুর রাজ্জাক।।কক্সবাজারের রামু সেনানিবাসে অবস্থিত গল্ফ এন্ড কান্ট্রি ক্লাব অব কক্সবাজার এর উদ্যোগে গত ২২ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং আর্মড ফোর্সেস ডে গল্ফ টুর্নামেন্ট -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। চারদিন ব্যাপী এই টুর্নামেন্টের আজ শনিবার ছিল সমাপনী দিন।উক্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল হতে সর্বমোট ৮২ জন পুরুষ গলফার এবং ২৮ জন মহিলা গলফার অংশগ্রহণ করেন। উক্ত প্রতিযোগিতাটি দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাঃ) লিঃ কর্তৃক স্পন্সর করা হয়। উক্ত প্রতিযোগিতা শেষে একটি বর্ণাঢ্য পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। রামু সেনানিবাসের সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মোঃ মাসুদুর রহমান, এনডিসি, পিএসসি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাঃ) লিঃ এর বশির আহমেদ ও ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাঃ) লিঃ এর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ কক্সবাজার অঞ্চলের সকল পর্যায়ের সেনা অফিসারগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য