কবি মোহাম্মদ এমরান >>>
কারো অবহেলায় এখন আর বিচলিত হইনা!
আশাকরিনা কারো কাছ থেকে কোন কিছুই!
গ্রীষ্মের তপ্ত রোদেও এখন আর ঘামিনা!
অনুভব করি কোমল শীতলতা!
বৈশাখের ঝড়ো হাওয়ায় এখন আর হৃদয় দোলেনা!
হৃদয় এখন শক্ত পাথরের স্তম্ভ!
পৌঁষের হাড় কাঁপানো শীতেও এখন আর শীতের অনুভুতি হয়না!
চামড়া পুড়ে গেছে, এখন তাহা সদায়ই তপ্ত গরম!
পড়ন্ত বেলার ডুবন্ত সূর্য দেখতে দেখতে গাছের ছায়ায় বসে এখন আর কবিতার কথা মনে করিনা!
কত তাড়াতাড়ি রাত্রী নামবে সেই অপেক্ষায় থাকি!
নদীর ধারে বসে সুনীল জলের জলকেলির মাঝে ইল পাখির মাছ ধরা দেখার শখ আগের মতো নেই!
গায়ের চাঁদরটা বিছিয়ে একটু জিরিয়ে নেয়ার বড্ড বেশি শখ!
নায়ের মাঝির ধরা মাছের টাটকা রান্না শালুনের স্বাধ নিতে ইচ্ছে করে সেই সেবেলার মতো!
বলতে ইচ্ছে করে, মাঝি ভাইঃ আমিও যদি তোমার মতো মাছ ধরতে পারতাম!?
তবে আমি কিন্তু তোমার মতো রং মরিচের টসটসানি ঝালের শালুন রেঁধে খেতাম না!!
মন্তব্য