এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট):>>>>
সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার দোষীদের ফাঁসির দাবিতে মোংলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বেলা ১১টায় মোংলায় কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে মোংলাপোর্ট পৌরসভা ভবনের সামনের সড়কে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে অংশ নেন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স গনমাধ্যম কর্মীরা। মানববন্ধনে দৈনিক দক্ষিণ অঞ্চলের প্রতিনিধি মোংলা প্রেসক্লাবের সাবেক ক্যাশিয়ার,শফিকুল ইসলাম শান্ত’র সভাপতিত্বে, বক্তব্য রাখেন ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি হাসান গাজী,এনটিভি প্রতিনিধি আবু হোসাইন সুমন,সময় টিভির মাহমুদ হাসান, এটিএন নিউজ নিজাম উদ্দিন, বাংলা টিভি শেখ কামরুজ্জামান জসিম,বাংলা ভিশন জসিম উদ্দিন, একুশে টিভি আবুল হাসান, ৭১ টিভি, এনামুল হক, আরটিভি সোহাগ মোল্লা, ডিবিসি নিউজ সুব্র ঢালী, এখন টিভি মাছুম বিল্লাহ,এছাড়া উপস্থিত ছিলেন,প্রতিদিন সংবাদ পত্রিকার আলী আজম , দৈনিক গনকন্ঠের এম ইদ্রিস ইমন,কাজী ওমর ফারুক, ইলিয়াস হোসেন,ওমর ফারুক,এমরান হোসেন, ,দৈনিক আমার সংবাদ এর হাফিজুর রহমান, বায়েজিদ হোসেন, ওয়াসিম আরমান, ইউসুফ সুমন,হাছিব সরদার, দৈনিক ভোরের পাতা রেজা মাসুদ, রুবেল হোসেন,প্রমূখ। মানববন্ধনে সাংবাদিকরা বক্তব্যে বলেন, সাংবাদিক নাদিম হত্যার বিচার কার্যটি সাগর-রুনির মতো দেখতে চাইনা। দ্রুত সময়ের মাঝে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ নির্মম ওই হত্যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত সবাইকে ফাঁসির দাবি জানাই।এ সময় নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি কলি হাসানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতারা। অন্যথায় সারাদেশের সাংবাদিকদের নিয়ে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
মন্তব্য