মোংলা (বাগেরহাট) প্রতিনিধি >>> মোংলায় পৌর কৃষকদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে শুক্রবার সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত হয় এ সম্মেলন। মোংলা পৌর কৃষকদলের আহবায়ক জিয়াউর রহমান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম খাঁন। এ সম্মেলনের উদ্বোধক ছিলেন বাগেরহাট জেলা কৃষকদলের আহ্বায়ক সৈয়দ আসফাউদ্দৌলা জুয়েল। আর সম্মানিত অতিথি হিসেবে বাগেরহাট জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন, প্রধান বক্তা হিসেবে খুলনা জেলা কৃষকদলের সভাপতি মোল্লা কবির হোসেন ও বিশেষ অতিথি হিসেবে মোংলা পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ ইমরান হোসেন উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে মোংলা পৌর কৃষকদলের কমিটি ঘোষণা করা হয়। কমিটির নবনির্বাচিতরা হলেন জিয়াউর রহমান মিঠু সভাপতি, মোঃ সোহাগ চৌধুরী সহ-সভাপতি, এম,এ মতিন সাধারন সম্পাদক, স্বপন কাজী যুগ্ম সম্পাদক ও নাজমুল ইসলাম স্বপন সাংগঠনিক সম্পাদক। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় এ্যাডভোকেট আব্দুস সালাম খাঁন বলেন, ১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদল গঠন করেন। কৃষকেরা এদেশের বড় সম্পদ, কৃষকদলকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। কৃষক বাঁচলে, দেশ বাঁচবে। তিনি আরো বলেন, ফ্যাসিবাদ বিতাড়িত হলেও গণতন্ত্র বিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনো কিন্তু থেমে নেই। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। ভিন্ন মোড়কে যেন ফ্যাসিবাদ ফিরে না আসে। দেশে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপিকে নিতে হবে।
মন্তব্য