প্রতিনিধি মোংলা>>> পূর্ব শত্রুতার জের ধরে বাদল গোলদার (৩০) নামের এক যুবকে কুপিয়ে জখম করেছেন দুর্বৃত্তরা। রবিবার রাতে শহরের মাদ্রাসা রোডে জামালের চায়ের দোকানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।বাদল গোলদারকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় মোংলা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার মিঠাখালী ইউনিয়নের পূর্ব পাড়া এলাকার ফারুক গোলদারের ছেলে বাদল গোলদার রবিবার রাতে বাড়িতে যাওয়ার জন্য মাদ্রাসা রোডের জামালের চায়ের দোকানের সামনে অপেক্ষা করছিলো।এ সময় পৌর শহরের বাদামতলা এলাকার মোঃ মন্টুর ছেলে মোঃ মাহাবুব তার সাঙ্গোপাঙ্গ নিয়ে হঠাৎ তাকে এলোপাতাড়ি কিল ঘুষিসহ কোপাতে থাকে।পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত বাদল গোলদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।এ ঘটনায় মাহাবুবসহ অজ্ঞাতনামা ৬/৭জনকে আসামি করে মোংলা থানায় অভিযোগ দিয়েছেন বাদল গোলদার।তবে আসামীরা সবাই পলাতক রয়েছে।এ বিষয়ে অভিযোগ পেয়েছেন জানিয়ে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন,এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য