কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি>>> নৌপরিবহন-উপদেষ্টা চট্টগ্রামের আনোয়ারায় মেরিন একাডেমির ক্যাডেটদের প্যারেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন।ছবি: আজকের পত্রিকা,অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন,‘বাংলাদেশ মেরিন একাডেমি দেশের বড় সম্পদ।মেরিটাইম সেক্টর সম্ভাবনার এক বিরাট ক্ষেত্র।আমাদের বৈদেশিক মুদ্রার অনেকটা আসে মেরিটাইম সেক্টর থেকে।মেরিন ক্যাডেট ও রেটিংসরা বৈদেশিক মুদ্রা অর্জন করছে,যা আমাদের অর্থনীতিতে অবদান রেখেছে।তাই দেশের অর্থনৈতিক উন্নয়নে মেরিন ক্যাডেটদের গুরুত্ব অপরিসীম।’আজ সোমবার বেলা ১১টায় চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ মেরিন একাডেমির ক্যাডেটদের প্যারেড পরিদর্শনে এসে এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় নৌপরিবহন উপদেষ্টা ক্যাডেটদের একাডেমিক লেখাপড়ার পাশাপাশি কো-কারিকুলাম শিক্ষায় তথা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করার ওপর জোর দেন।এরপর তিনি সী-ফেয়ারার্স মেমোরিয়ালের পাশে বৃক্ষরোপণ করেন।অনুষ্ঠানে একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট মো. ইবনে কায়সার তৈমুর একাডেমির সার্বিক কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এসএম মুনিরুজ্জামান, বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক, নৌবাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ, বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী, কেএসআরএম-এর ব্যবস্থাপনা পরিচালক নৌপ্রকৌশলী মেহেরুল করিম, চবক সদস্য ওমর ফারুখ,বিএসসির নির্বাহী পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ,নৌবাণিজ্য দপ্তরের ক্যাপ্টেন শেখ জালাল উদ্দিন গাজী,বিএসসির জেনারেল ম্যানেজার ক্যাপ্টেন আমীর মো. আবু সুফিয়ান,ক্যাপ্টেন গোলাম সোহরাওয়ার্দী,ক্যাপ্টেন হাবিবুর রহমান,ক্যাপ্টেন জিল্লুর রহমান,নৌপ্রকৌশলী মাহমুদুন নবী,নৌপ্রকৌশলী হারুন অর রশিদ।
মন্তব্য