নিউজ ডেক্স>>> ২০২৪-এর আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের যাদবপুর কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ।সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে মিমি চক্রবর্তীকে নিয়ে কথা বলেছেন।সাক্ষাৎকারে লোকসভার উপস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, লোকসভায় উপস্থিতি একান্ত জরুরি।আমি ও রকম মানুষ নই যে,প্রচুর শুটিং করেছি,সিনেমা করেছি,কিন্তু রাজনীতিতে সময় দিইনি।তিনি বলেন,মিমি পদত্যাগ করে বলল— ‘কাজ করতে পারছি না’,ওর স্পষ্টবাদিতাকে সাধুবাদ।মিমির সমস্যা হয়েছিল দলের মানুষের সঙ্গেই,সায়নীর এমন হয়নি?সায়নী বলেন,বাইরে থেকে দলের সমস্যার সমাধান হয় না।সমস্যা সব দলেই আছে।মিমির সমস্যা হয়েছে,মিমি বলেছে।আমি বাইরে দল নিয়ে অভিযোগ করব না।জানি কেউ গুছিয়ে দিয়ে যাবে না।
সূত্র: দৈ/যু
মন্তব্য